মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১৩টি অবৈধ পতিতালয় ও অসামাজিক কার্যকলাপের আস্তানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বাংলাদেশিসহ মোট ১৩৯ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১১২ জন নারী এবং ২৭ জন পুরুষ।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুয়ালালামপুরের বিদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত জালান পেতালিং, জালান ইম্বি এবং জালান পুডুতে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিরেক্টর বাসরি ওসমান জানান, মোট ২০৫ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১৩৯ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে।
নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আটক ১১২ নারীর মধ্যে ৪৩ জনই বাংলাদেশি। এছাড়া, ৪২ জন ইন্দোনেশিয়া, ১৭ জন ভিয়েতনাম, ৮ জন মিয়ানমার এবং একজন করে ভারত ও নেপালের নাগরিক।
অভিযান চলাকালে জালান পেতালিং এলাকায় বিদেশি যাত্রীসহ একটি গাড়ি পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন কর্মকর্তারা সেটিকে ধাওয়া করে গতিরোধ করেন।