বিএনপিতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন হাত হারানো আলোচিত ‘জুলাই যোদ্ধা’ আতিকুল গাজী।
রোববার (৭ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে এমন ইচ্ছা প্রকাশ করেন তিনি।
আতিকুল গাজী বলেন, ২০১৯-২০ সাল থেকে বিএনপিকে আমার পছন্দ। শেখ মুজিবের রাজনীতির ইতিহাস শুনেছি, খুনি হাসিনার রাজনীতি নিজের চোখে দেখেছি. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির ইতিহান শুনেছি, দেশের খারাপ সময়ে দেশের হাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির ইতিহাস শুনেছি। আমার কাছে মনে হয়েছে বিএনপির রাজনীতি উত্তম, তাই ছোটবেলা থেকেই বিএনপিকে আমার পছন্দ।
৫ আগস্টের পর বিএনপির রাজনীতি কিছুটা ভিন্ন ছিল জানিয়ে এ জুলাই যোদ্ধা বলেন, সেজন্য লোকসমাজে মুখ ফুটে বিএনপিকে পছন্দের কথা বলা হয়নি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতের রাজনীতি ভিন্ন হবে বলেই ভেবেছিলাম। কিন্তু ধীরে ধীরে তারা সেই পথকে অনুসরণ করছে, যেই পথে ৫ আগস্টের পর হেটেছিল বিএনপি। তবে গত দুই মাস ধরে বিএনপি তাদের আগের পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে আমার মনে হয়েছে। যেই পথ দেখিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া।
আতিক আরও বলেন, আমার মনে হয়েছে আমার ছোটবেলার পছন্দের দল বিএনপির পাশে থেকে দেশের মানুষের জন্য নিজেকে উজার করে দিতে পারলে ভালো লাগবে।
এর আগে, গত ২৬ নভেম্বর এক ভিডিও বার্তায় এনসিপিকে বয়কটের ঘোষণা দেন আতিক গাজী। বাউল ইস্যুতে এনসিপির একটি বিবৃতির পর এমন ঘোষণা দেন আতিক।
ভিডিও বার্তায় আতিক বলেন, আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি, তারা ঘুরিয়ে–পেচিয়ে মিথ্যাগুলোকে আড়াল করার চেষ্টা করছে।