১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

একদল অপকর্ম করে পালিয়েছে, দায় কাঁধে তুলে নিয়েছে আরেক দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি। একদল অপকর্ম করে পালিয়েছে। আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে। কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছে। আবার কেউ আরও বেশি শক্তি নিয়ে একই কাজ করছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে ৮ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটের  দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ৮ দলের লিয়াজোঁ কমিটি।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এসময় তিনি বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি এ মন্তব্য করে বলেছেন, বর্গিরা চলে যাওয়ার পরও দেশের ভেতর যারা সুযোগ পেয়েছে, তারা জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। দেশে দেশে বেগম পাড়া বানিয়েছে। কেউ পালাতে গিয়ে খালে-বিলে লুকিয়েছে, কেউ সিলেটবাসীর কাছে কলাপাতায় ধরা খেয়েছে।

 

তিনি আরও বলেন, একদল দখলদার হয়ে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেকদল বেপরোয়া দখলদার হিসেবে আবির্ভূত হয়েছে। একসময় বিরোধী রাজনৈতিক নেতাদের, আলেম-ওলামাকে জেল, নির্যাতন, ফাঁসি ও দেশছাড়া করার যে প্রবণতা ছিল, সেটি এখনো থামেনি।

 

সমাবেশে সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, অনেক রক্তের বিনিময়, অনেককে নির্যাতন করা হয়েছে, অনেকে আয়না ঘরে গিয়েছেন আমাদের অনেক নেতাকে মেরে ফেলা হয়েছে, জুলাই আন্দোলনে অনেক শহীদের বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। এ স্বাধীনতা আমরা চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে তুলে দিতে চাই না, নতুন ফ্যাসিস্টদের ছোঁয়া এই দেশকে আমরা দিতে চাই না। জুলাই সনদের যারা বিরোধিতা করছেন তারা ভারতে দালাল। এ দালালদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপযুক্ত শিক্ষা দেয়া হবে।