ঢাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের শিশুসহ ছয় জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামী ফাউন্ডেশন সংলগ্ন ( বাসা নং-২০৪/এফ) টিনশেডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মাছ ব্যবসায়ী মো. জলিল মিয়া (৫০) ও তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে
আসিফ মিয়া (১৯) ,সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭)ও নাতনি ইভা (৬)। তারা নালিতাবাড়ির থানার বাসিন্দা।
তাদের হাসপাতালে নিয়ে আসনে জলিল মিয়ার জামাই মো. আফরান মিয়া। তিনি বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।