১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

অবশ্যই ইসলামি নীতি অনুযায়ী পরিচালিত হতে হবে গণমাধ্যমগুলোকে : আফগানিস্তান

অবশ্যই ইসলামি নীতি অনুযায়ী পরিচালিত হতে হবে গণমাধ্যমগুলোকে : আফগানিস্তান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবাইব গুফরান জানিয়েছেন, দেশের গণমাধ্যমগুলোকে অবশ্যই সরকারি নীতি, ইসলামি আদর্শ ও সাংস্কৃতিক মূল্যবোধের আলোকে পরিচালিত হতে হবে।

তিনি বলেন, এসব নির্দেশনা মেনে চললেই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ও সমর্থন পাবে।

শুক্রবার (২১ নভেম্বর) বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে তিনি এ কথা বলেন।

খোবাইব গুফরান জানান, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় ১৮০টি গণমাধ্যম এবং গণমাধ্যম–সহায়ক প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে। বর্তমানে দেশে ডজনখানেক ভিজ্যুয়াল (টিভি) মাধ্যমসহ মোট প্রায় ৫০০টি গণমাধ্যম রয়েছে।

তিনি বলেন, ২১ নভেম্বর পালিত বিশ্ব টেলিভিশন দিবস গণমাধ্যমের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।

আফগানিস্তান জার্নালিস্টস ইউনিয়নের প্রধান হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদি জানান, বর্তমানে দেশে ৮১টি টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে ৫৬টি বেসরকারি, ২৫টি রাষ্ট্রীয়। তার তথ্য অনুযায়ী, এসব টেলিভিশন চ্যানেলে ১,৩৫৬ জন মানুষ কাজ করছেন।

অন্যদিকে কিছু গণমাধ্যমকর্মী জানান, সংবাদ প্রচার এবং মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার মধ্যে গণমাধ্যমের আকর্ষণ। তাদের মতে, দ্রুত ও সঠিক তথ্যপ্রাপ্তি, স্বচ্ছতা বৃদ্ধি এবং তথ্যের অবাধ প্রবাহ জনসচেতনতা ও আস্থাকে শক্তিশালী করে। তাই আফগানিস্তান সরকারকে তথ্যপ্রাপ্তির সুযোগ আরও সহজ করতে হবে।

সূত্র: আরিয়ানা নিউজ