অ্যাম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্টের (ইডিপি) উদ্যোগে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (৩০ আগস্ট) ব্রুকলিনের ১৯২, ওয়েস্ট প্রসপেক্ট পার্কে দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবমুখর এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক এবং বাংলাদেশি আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শহীদুল্লাহ কায়সার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশি আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর সৈয়দ আজাদ এবং কুষ্টিয়া জেলা সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য আসাদুজ্জামান আসাদ।
এ সময়, অতিথিদের সবাইকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন ইডিপির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম। সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাসির উদ্দিন, যিনি তার সুমধুর কণ্ঠে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।
অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ইডিপির প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ জুবায়ের। ক্যামেরা ও সহযোগিতায় ছিলেন আমান, ওবায়দুল হক।
র্যাফেল ড্র-এর স্পন্সর ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরি, যা অতিথিদের উৎসাহ ও আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এছাড়াও ইডিপির সদস্যরা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোর ও বড়দের জন্য মিউজিক্যাল পিলো, দৌড় প্রতিযোগিতা ও অন্যান্য খেলাধুলা। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি অতিথিদের জন্য পরিবেশন করা হয়েছিল সুস্বাদু খাবার। বিকেলের শেষভাগে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির মিলনমেলায় পরিণত হয় এই উৎসব। নিউইয়র্কের প্রবাসীদের জন্য এটি ছিল এক আনন্দঘন ও স্মরণীয় দিন।
অনুষ্ঠান শেষে ইডিপি পরিবারের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী, শুভানুধ্যায়ী ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।