ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লবকে স্বীকৃতি না দিলে ২০২৬ সালের নির্বাচন অর্থহীন হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে ৮ দলের সমাবেশে তিনি এ দাবি জানান।
জামায়াত আমির বলেন, আমাদের প্রথম দাবি জুলাই বিপ্লবের স্বীকৃতি। যারা এই বিপ্লবকে স্বীকৃতি দেবেন না, তাদের জন্য ২০২৬ সালের কোনো নির্বাচন নেই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, দেশের মুক্তিকামী মানুষের দাবি একটাই—জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। গণভোটের বিষয়ে সব দল একমত, তাহলে তারিখ নিয়ে দ্বিধা কেন? আগে গণভোট হলে তবেই নির্বাচনের বৈধতা প্রতিষ্ঠিত হবে।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই রমজানের আগেই, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি বা ধোঁয়াশা তৈরি না করাই এখন সবচেয়ে জরুরি।