ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। বিস্ফোরণের পর আশপাশের তিন থেকে চারটি যানবাহনেও আগুন ধরে যায়।
নয়াদিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) এক বিবৃতিতে জানানো হয়, লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর পাশে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এর ফলে আশপাশে থাকা তিন থেকে চারটি গাড়িও আগুনে পুড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। খবর এনডিটিভির।
ঘটনার খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসে ফোন আসে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সাতটি ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। নয়াদিল্লি পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছে।
উল্লেখ্য, লালকেল্লা মেট্রো স্টেশনটি দিল্লির ঐতিহাসিক লালকেল্লা দুর্গের কাছেই অবস্থিত—যা শহরের অন্যতম পর্যটনকেন্দ্র। এই দুর্গ মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেন এবং দীর্ঘ সময় এটি মুঘল সম্রাটদের রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে এটি ভারতের একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ও জাদুঘর, যেখানে প্রতি বছর দেশটির স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী ভাষণ দেন।