প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে মুসলিমপ্রধান আরব দেশ ওমান। জাতীয় দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য এই ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। ওমান নিউজ এজেন্সির (ওএনএ) বরাতে গালফ নিউজে রোববার (৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ২৬ ও ২৭ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) রাষ্ট্রীয় ছুটি থাকবে। এরপর সব সেক্টরে কাজ পুনরায় শুরু হবে রোববার (৩০ নভেম্বর) থেকে। চলতি বছর থেকে প্রথমবারের মতো ধনী আরব দেশটি জাতীয় দিবস দুই দিনব্যাপী উদযাপন করবে। সুলতান হাইতাম বিন তারিকের জারি করা রয়্যাল ডিক্রি (রাজকীয় অধ্যাদেশ) নং ১৫/২০২৫ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
নতুন এই আদেশের মাধ্যমে আগের রয়্যাল ডিক্রি নং ৮৮/২০২২–এ পরিবর্তন এনে জাতীয় দিবসের তারিখ ১৮ নভেম্বর থেকে সরিয়ে ২০ ও ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। সরকারি গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এই নির্দেশ কার্যকর হয়েছে।
সরকার জানিয়েছে, নতুন পরিবর্তনের ফলে ওমানের স্বাধীনতার ঐতিহাসিক গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করা যাবে। একই সঙ্গে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয় ঐক্য উদযাপনে নাগরিক ও প্রবাসীরা আরও বেশি সময় পাবেন।
মুসলিমপ্রধান দেশ ওমানের জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশই মুসলিম, যাদের অধিকাংশ ইবাদি মাজহাব অনুসরণ করেন— যা সুন্নি ও শিয়া মাজহাব থেকে ভিন্ন একটি ইসলামী মতবাদ। দেশটি আরব উপদ্বীপে অবস্থিত এবং আরব লীগের সদস্য। আরবি দেশটির রাষ্ট্রভাষা, আরব ঐতিহ্যই সমাজের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত।