আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে বাকি ৬৩ আসনে প্রার্থী দেয়নি দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।
তিনি জানান, যেসব আসনে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে রাজপথে পাশে থাকা সমমনা দলগুলো প্রার্থী দেবে, সেসব আসন সমন্বয়ের জন্য ফাঁকা রাখা হয়েছে। এছাড়া কিছু আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিরোধ ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
এর আগে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে চূড়ান্ত তালিকা অনুমোদন করা হয়। বৈঠকে লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, প্রায় ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীরা প্রার্থী দেবেন, সেগুলো আমরা সমন্বয় করব।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। বিএনপি সারাদেশে প্রস্তুতি নিচ্ছে। আমরা এমন প্রার্থীদের মনোনয়ন দিচ্ছি যারা মাঠে সক্রিয় ও জনগণের সঙ্গে সংযুক্ত।
এসময় উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান ও ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা।
এদিকে রোববার দলের এক কর্মসূচিতে তারেক রহমান বলেন, যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির পাশে ছিল, তাদের যোগ্য প্রার্থীকে বিএনপি সমর্থন দেবে। এই কারণে কিছু আসনে দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হতে পারেন। বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থে সবাইকে এ বাস্তবতা মেনে নিতে হবে।