জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার পর থেকেই দলগুলোর মধ্যে অনৈক্যের সুর বেজে উঠেছে। প্রধান সব রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে।
নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরকৃত জুলাই সনদ আর গণভোটের জন্য সুপারিশকৃত নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ নিয়ে ক্ষুব্ধ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অন্যতম অংশীদার প্রধান রাজনৈতিক দল বিএনপি। এটিকে তারা প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মাহবুবুর রহমান বলেন, নোট অব ডিসেন্টসহ গণভোট একটি জটিল প্রক্রিয়া। তবে, সরকারের কাছে এভাবে উপস্থাপন ঠিক হয়নি।
তিনি বলেন, জুলাই সনদকে এমনভাবে জনগণের কাছে উপস্থাপন করতে হবে যাতে জনরায় এর পক্ষে যায়।
তবে, নোট অব ডিসেন্টসহ গণভোট অর্থবহ হবে ন বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শরীফ ভূইয়া। তিনি বলেন, কমিশন যে দ্বিতীয় বিকল্প প্রস্তাব দিয়েছে সেখানে সব রাজনৈতিক দলের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
জনগণ রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন চায় মন্তব্য করে তারা বলেন, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই সরকার এবং রাজনৈতিক দলগুলোকে এমন পদক্ষেপ নিতে হবে, যাতে জুলাই সনদ হুমকির মুখে না পড়ে।