জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা জরুরি।
রবিবার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “ঘোষণাপত্র দেওয়ার বৈধতা কেবল অভ্যুত্থানের মধ্যেই নিহিত। অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু ড. ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন, তিনি আদেশ দেবেন; অধ্যাদেশ নয়।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন প্রমুখ।