বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, নদীর বালু বা অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না।
বুধবার (২৯ অক্টোবর) নরসিংদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী আরও বলেন, শতকরা মাত্র একজন বা দুইজনই অপরাধী হলেও তারা পুরো সমাজকে কলঙ্কিত করে। বিএনপি সমাজের সকল শ্রেণির ভালো মানুষকে সদস্য করার সুযোগ দিচ্ছে, কিন্তু অপরাধীদের জন্য দলের দরজা বন্ধ।
তিনি উল্লেখ করেন, আগামী নির্বাচনে রাজপথে ফুল বিছানো হবে না, অনেক কঠিন পথে জনগণকে এগোতে হবে। শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, মানুষকে ভোট ও সভা-সমাবেশের স্বাধীনতা থেকে বঞ্চিত করেছেন। তবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এই পরিস্থিতিতে দলের নেতৃত্ব ধরে রেখেছেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, জনগণ জানতে চায় নির্বাচন না হওয়ার ইঙ্গিত কোথা থেকে আসছে। ১৬ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, এবার সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে।