একসময় ইউরোপের অন্যতম শান্তিপ্রিয় ও সহনশীল দেশ হিসেবে পরিচিত ছিল পর্তুগাল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সেই মানবিক চিত্রে পড়েছে গভীর দাগ। অভিবাসনপ্রবণ এই রাষ্ট্রটি এখন যেন ধীরে ধীরে অভিবাসীদের জন্য নরকে পরিণত হচ্ছে। ক্ষমতায় থাকা কট্টর ডানপন্থী সরকারের কঠোর নীতি ও পদক্ষেপগুলো পর্তুগালে বসবাসরত হাজারো অভিবাসীর জীবনকে করে তুলেছে দুর্বিষহ।
একসময়ের উদার সমাজে এখন ক্রমেই বাড়ছে ডানপন্থি রাজনীতির প্রভাব ও অভিবাসীবিরোধী মনোভাব। দেশটির রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিতর্কিত নেতা আন্দ্রে ভেন্টুরার নেতৃত্বাধীন ডানপন্থী দল চেগা (Chega)—যাদের উত্থান পর্তুগালের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে নতুন এক বাস্তবতা তৈরি করেছে।
চেগা দলের জনপ্রিয়তা বাড়ছে দ্রুত। চলতি বছরের নির্বাচনে দলটি সংসদে তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা পর্তুগালের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। দলটি দাবি করছে, অতিরিক্ত অভিবাসন দেশের অর্থনীতি ও সংস্কৃতির জন্য হুমকি।
বিশ্লেষকরা বলছেন, চেগা এই মনোভাবকে ব্যবহার করছে সাধারণ মানুষের হতাশা ও সামাজিক অসন্তোষকে পুঁজি করে। বাড়তি মূল্যস্ফীতি, আবাসন সংকট এবং তরুণদের বেকারত্ব—এই সব সমস্যার দায় অনেকেই ভুলভাবে অভিবাসীদের ওপর চাপিয়ে দিচ্ছেন।
মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলছেন, এই পরিস্থিতি পর্তুগালের বহুদিনের সহনশীল সমাজব্যবস্থাকে বিপন্ন করতে পারে।
পর্তুগিজ হিউম্যান রাইটস অবজারভেটরি জানিয়েছে, গত এক বছরে অভিবাসী-বিরোধী মন্তব্য ও ঘৃণামূলক প্রচারণা প্রায় দ্বিগুণ বেড়েছে।
একসময় ইউরোপের সবচেয়ে শান্তিপ্রিয় ও সহনশীল দেশগুলোর একটি হিসেবে পরিচিত ছিল পর্তুগাল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র যেন দ্রুত পাল্টে যাচ্ছে। কট্টর ডানপন্থী রাজনীতির উত্থান এবং অভিবাসীবিরোধী মনোভাবের বিস্তার দেশটিকে এক নতুন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে। একসময় যে পর্তুগাল ছিল অভিবাসীদের জন্য আশ্রয় ও আশার ঠিকানা, এখন সেই দেশই অনেকের কাছে পরিণত হচ্ছে এক প্রকার নরকে।
অন্যদিকে, সরকার সম্প্রতি অভিবাসন আইন কঠোর করেছে—যার ফলে নতুন অভিবাসীদের জন্য কাজের অনুমতি ও স্থায়ী বসবাসের নিয়ম আরও সীমিত হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আইন আসলে ডানপন্থী দলগুলোর, বিশেষত বিতর্কিত নেতা আন্দ্রে ভেন্টুরার নেতৃত্বাধীন চেগা (Chega) দলের দীর্ঘদিনের দাবিরই প্রতিফলন। ফলে ইউরোপের এক সময়ের উদার ও মানবিক রাষ্ট্র পর্তুগাল আজ ক্রমেই কঠোর ও বিভাজিত সমাজের দিকে অগ্রসর হচ্ছে।
তবু অনেকেই আশাবাদী যে পর্তুগালের জনগণ অতীতের মতোই মানবিকতা ও সহাবস্থানের মূল্যবোধ বজায় রাখবে।
পর্তুগালে বসবাস করা অভিবাসীরা বলেন, আমরা এখানে পরিশ্রম করি, সমাজে অবদান রাখি এবং পর্তুগালের অর্থনীতিতে অবদান রাখি আমরা। আশা করি অচিরে এই অভিবাসী বিরোধী মনোভাব দূর হবে, ঘৃণা নয়, ভালোবাসাই জিতবে।