পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২১ অক্টোবর) প্রথম প্রহরে কাম্পালা-গুলু মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়, একে অপরকে অতিক্রম করতে গিয়ে বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর আরও চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উগান্ডার সড়কগুলো সরু এবং অতিরিক্ত গতির কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ। তবে একসঙ্গে ৬৩ জনের মৃত্যু দেশটিতে এক ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স