১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আসন্ন নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ দাবি জানান।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নসহ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। এজন্য আমরা সরকারকে জানিয়েছি। সনদ বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা চলছে। আমরা বলেছি, এটি অধ্যাদেশ নয়, বরং আদেশ আকারে জারি করা উচিত, কারণ অধ্যাদেশ খুবই দুর্বল।

ডা. তাহের আরও বলেন, এ বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি বসেছে। আমরা ও সরকার উভয়ই আলোচনা করছি। সবাই বলছে, আদেশের ভিত্তিতেই গণভোট হওয়া উচিত। বিএনপি শুরুতে দ্বিমত পোষণ করলেও এখন গণভোটে সম্মত হয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।

তবে তিনি অভিযোগ করেন, বিএনপি গণভোট নিয়ে কিছু জটিলতা তৈরি করছে। তারা জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে চায়, অথচ দুটি বিষয় এক নয়। গণভোটের মাধ্যমে রিফর্ম কমিটি গঠিত হবে, আর জাতীয় ভোটের মাধ্যমে দেশ পরিচালিত হবে।

সরকারি প্রশাসনে দলীয় প্রভাব প্রসঙ্গে ডা. তাহের বলেন, ৭০ থেকে ৮০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ করছে। সরকারি অফিস, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে ভারসাম্য আনার জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে জানিয়েছি—নির্বাচনের আগে বদলি বা পদায়নের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে জামায়াতে ইসলামী’র পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যান। নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।