১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার নামতেই দেবে গেল হেলিপ্যাড

কেরালায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার অবতরণের পরপরই হেলিপ্যাডের একটি অংশ ধসে পড়ে। তবে রাষ্ট্রপতি নিরাপদে হেলিকপ্টার থেকে নামার পরই এই ঘটনা ঘটে।

বুধবার (২২ অক্টোবর) সকালে কেরালার প্রামাদম স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। রাষ্ট্রপতি চার দিনের সফরে কেরালায় অবস্থান করছেন এবং তার শবরীমালা মন্দিরে যাওয়ার কথা ছিল।

সকাল ৯টা ৫ মিনিটে হেলিকপ্টারটি অবতরণ করে। অবতরণের কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের নিচের অংশ দেবে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারটিকে ধাক্কা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতি রাজ্য ও আমাদের জনগণের জন্য এক মহান সম্মানের বিষয়।

রাষ্ট্রপতির দপ্তরের পক্ষ থেকে এক্সে জানানো হয়েছে, কেরালার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান তিরুবনন্তপুরমে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, রাষ্ট্রপতির আগমনের মাত্র কয়েক ঘণ্টা আগে প্রামাদম ইন্ডোর স্টেডিয়ামে হেলিপ্যাডটি নির্মাণ করা হয়েছিল। মূল পরিকল্পনা ছিল হেলিকপ্টারটি নিলাক্কলে নামানো হবে, তবে বৈরী আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করা হয়।

পুলিশ ও দমকলকর্মীরা হেলিকপ্টারটি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু