১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার খবর পাওয়া গেছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা যায়, জয়পুরহাটে একটি সমন্বয় সভা শেষে সারজিস আলম বিকেল ৩টার দিকে বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে আরেকটি সভায় যোগ দেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরই জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর দিক থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

এনসিপি নেতারা অভিযোগ করেন, আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়ায় এমন ঘটনা ঘটেছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”