১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ইতালি’

ইতালিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। তবে একইসঙ্গে বৈধ প্রক্রিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার সুযোগও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় বিকেলে রোমে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রবাসীরা সরকারপ্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ইতালিতে অভিবাসনসংক্রান্ত নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

ড. ইউনূস বলেন, স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পালিয়েছিল। এখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণেই ভেঙে পড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। রেমিট্যান্সের প্রবাহ না থাকলে সরকারের টিকে থাকা অত্যন্ত কঠিন হতো।

তিনি আরও জানান, সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা প্রবাসীদের আহ্বান জানান, যেন তারা বৈধতার পাশাপাশি দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করে তোলে। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের দেশে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী তৈরি রাখতে হবে।