ভোলার চরফ্যাশনে সাইফুল ইসলাম নামে এক সাংবাদিককে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চরফ্যাশন পৌর শ্রমিক লীগ সভাপতি সাইফুল ইসলাম সবুজের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ভুক্তভোগী সাংবাদিক চরফ্যাশন থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগে সকালে চরফ্যাশন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মসজিদের সামনে এই হুমকি দেন অভিযুক্ত নেতা।
সাংবাদিক সাইফুল ইসলাম চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শ্রমিক লীগ নেতার স্ত্রী হাফছা খানম, হাজারীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। চলতি বছরের ২০ জানুয়ারি তার স্ত্রীর নিজের কন্যা শিশুকে শ্রেণিকক্ষে টেবিলের ওপর বসিয়ে পাঠদান করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, যা নিয়ে ক্ষুব্ধ হন শ্রমিক লীগ নেতা সবুজ।
সাংবাদিক সাইফুল ইসলাম জানান, সবুজের স্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশে আমার ইন্ধন রয়েছে বলে অভিযোগ তুলে সে বহুবার আমাকে হুমকি দিয়েছে। মঙ্গলবার সকালে মসজিদের সামনে দেখা হলে সে আমার ও বাবার প্রাণনাশের হুমকি দেয়—বলে, আগুনে পুড়িয়ে ফেলবে।
তিনি আরও বলেন, আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই থানায় সাধারণ ডায়েরি করেছি।
অভিযুক্ত শ্রমিক লীগ নেতা সাইফুল ইসলাম সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। তাকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, সাংবাদিক সাইফুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।