১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

মিরপুরের আগুন পুরোপুরি নেভাতে কয়েকদিন লাগতে পারে: ফায়ার সার্ভিস মহাপরিচালক

মিরপুরের আগুন পুরোপুরি নেভাতে কয়েকদিন লাগতে পারে: ফায়ার সার্ভিস মহাপরিচালক

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নির্বাপণে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ওখানে এখনো ধোঁয়া উঠছে, কারণ সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে। এই ধরনের আগুন নেভাতে সময় লাগে। প্রটোকল অনুযায়ী কাজ করছি, তাই পুরোপুরি নির্বাপণে কয়েকদিন সময় লাগতে পারে।

তিনি জানান, বুধবার সকালে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তাদের পরামর্শের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া মঙ্গলবার রাতেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করবেন, যেন আগুন পুনরায় জ্বলে উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

ফায়ার সার্ভিস মহাপরিচালক আরও বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে আছে, কিন্তু একে এখনই ‘নির্বাপণ’ বলা যাবে না। দ্রুত নিভাতে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। টঙ্গীর আগুনও নেভাতে সাত-আট দিন লেগেছিল। তাই আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি।

এর আগে মঙ্গলবার রাত পর্যন্ত ১৬টি পোড়া লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সবগুলো লাশ মিরপুরের পোশাক কারখানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ডিএনএ পরীক্ষা ছাড়া লাশগুলো শনাক্ত করা সম্ভব নয়।