১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ম অবমাননা বন্ধে সর্বোচ্চ আইন প্রণয়নের দাবি হেফাজতের

পবিত্র কুরআন কারীম অবমাননার বিচার, কাঠামোগত ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, কুরআন অবমাননার বিচার, কাঠামোগত ইসলাম বিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়নের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব শায়খ সাজিদুর রহমান ও যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শায়খ সাজিদুর রহমান বলেন, ইসলামে বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগে বিধিমালা প্রণোয়ন করা হয়েছে। আমরা অনতিবিলম্বে ওই বিধিমালা প্রত্যাহার করে সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি।

এসময়, পবিত্র কুরআন অবমাননায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করার জোর দাবিও জানান তিনি।