১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে ফের দূতাবাস চালুর ঘোষণা ভারতের

আফগানিস্তানের জনগণের উন্নয়ন ও স্থিতিশীলতাকে ভারতের মূল অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর জয়শঙ্কর ঘোষণা দেন— ভারত কাবুলে ফের দূতাবাস চালু করবে। খবর হিন্দুস্তান টাইমসের।

তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের প্রায় চার বছর পর এ বৈঠককে কূটনৈতিকভাবে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জয়শঙ্কর বলেন, এই সফর ভারত-আফগানিস্তান বন্ধুত্বের অটুট বন্ধনকে আরও গভীর করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি জানান, কাবুলে ভারতের বর্তমান কারিগরি মিশনকে সম্পূর্ণ দূতাবাসে রূপান্তর করা হবে। পাশাপাশি ভারত আফগানিস্তানে স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ সংযোগে ৬টি নতুন উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছে।

জয়শঙ্কর আরও বলেন, ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি ভারতের মানবিক সহায়তা ও কোভিড-১৯ সহায়তা কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস