১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর

সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছানোর পর অবশেষে কিছুটা কমেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। গাজায় যুদ্ধবিরতি চুক্তির ফলে ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসায় ব্যবসায়িক ঝুঁকি হ্রাস পেয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে।

শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৪% কমে দাঁড়ায় ৬৪.৯৮ ডলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা ০.৩% কমে দাঁড়ায় ৬১.৩১ ডলার।

এর আগে বুধবার (৮ অক্টোবর) রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা অচল হয়ে পড়ায় দাম বেড়ে সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। তবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বাজারে স্থিতিশীলতা ফিরে আসে এবং দাম কিছুটা কমে।

সূত্র: রয়টার্স