রাজধানীর আগারগাঁও এলাকায় আলোচিত ‘কেকপট্টি’ উচ্ছেদ করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলের পর সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দোকানগুলো নির্বাচন কমিশনের অনুরোধে সরিয়ে দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে আগারগাঁওয়ের প্রশাসনিক এলাকায় সন্ধ্যার পর চটপটি, ফুচকা, কেক, পিজ্জাসহ নানা খাবারের দোকান বসে। এতে এলাকাটি ধীরে ধীরে বিনোদনকেন্দ্রের রূপ নেয় এবং স্থানীয়দের কাছে ‘কেকপট্টি’ নামে পরিচিত হয়ে ওঠে।
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কেকপট্টি’ নিয়ে সমালোচনা বাড়ে। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশনসহ গুরুত্বপূর্ণ দপ্তরের সামনে এসব দোকান বসায় যানজট সৃষ্টি হচ্ছিলো।
শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, যে দোকানগুলো রাস্তার ওপর যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, আমরা সেগুলো সরিয়ে দিয়েছি। কে ভাইরাল, কে না—তা আমাদের বিষয় নয়।
তিনি আরও বলেন, জনচলাচলে দুর্ভোগ ও নির্বাচন কমিশনের সামনে সড়ক দখল করে যারা দোকান করছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও নির্বাচন কমিশনের অনুরোধে তাদের উচ্ছেদ করা হয়েছে।