২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উন্নয়নের জন্য পাঁচ বছরের রোডম্যাপ প্রকাশ করল আফগান সরকার

দেশের অগ্রগতি আগামী পাঁচ বছরের রোডম্যাপ প্রকাশ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

মঙ্গলবার (২৬ আগস্ট) সরকারি মিডিয়া অ্যান্ড ইনফরমেশন সেন্টারে আয়োজিত উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় রোডম্যাপ প্রকাশ করেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, আমাদের এই পরিকল্পনাগুলো দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের মূল লক্ষ্য অর্জনের জন্য সহায়ক হবে।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, দেশীয় সক্ষমতা এবং সম্পদের উপর নির্ভর করে আফগানিস্তানের মৌলিক জাতীয় লক্ষ্য অর্জনের জন্য এই রোডম্যাপটি তৈরি করা হয়েছে।

আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, সুশাসন এবং আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা, নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবস্থাপনা এবং টেকসই ব্যবহার, জ্বালানি, কৃষি এবং পশুপালন উন্নয়ন, উন্নত আর্থিক ব্যবস্থাপনা এবং ইলেকট্রনিক পেমেন্টের সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করা; শিক্ষা, মানবসম্পদ এবং সাংস্কৃতিক উন্নয়ন, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির অগ্রগতি এবং পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ।

জাবিহুল্লাহ মুজাহিদ জোর দিয়ে বলেন, এই পাঁচ বছর মেয়াদী কৌশল বাস্তবায়ন হলে জাতীয় উন্নয়নের জন্য একটি কাঠামোগত রোডম্যাপ তৈরি হবে, যা ধীরে ধীরে কিন্তু কার্যকর পদক্ষেপ নিশ্চিত করবে। তখন আফগান জনগণ এর বাস্তব ফলাফল দেখতে পারবে।

সূত্র : আরিয়ানা নিউজ