জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, স্বৈরশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগের সহযোদ্ধা হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। তিনি বলেন, “আওয়ামী লীগ যেদিকে গেছে, জাতীয় পার্টি একই পথে হেটেছে। স্বৈরশাসন টিকিয়ে রাখতে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। এখন যদি তারা সাধু সেজে রাজনীতি করতে আসে, দেশের মানুষ তা মেনে নেবে না।”
শুক্রবার দিবাগত রাতের ওই মন্তব্যগুলো তিনি ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে করেন। তিনি এমনকি জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করারও দাবি তুলেছেন।
দলের নির্বাচনী প্রতীক সম্পর্কে সারজিস আলম বলেছেন, এনসিপির প্রতীক যদি হয়, তাহলে অবশ্যই শাপলাই হবে। আমরা শাপলা প্রতীক নিয়েই আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই। যদি নির্বাচন কমিশন এখানে স্বেচ্ছাচারিতা করে, আমরা প্রয়োজনীয় আইনি লড়াই ও রাজনৈতিক মোকাবেলা করব।
পিআর ব্যবস্থাকে তিনি উপরের কক্ষে গ্রহণযোগ্য বলে উল্লেখ করে বলেন, ‘আমরা মনে করি, পিআর উচ্চ কক্ষে গ্রহণযোগ্য। তবে বর্তমান পরিস্থিতিতে নিম্ন কক্ষে পিআর চালু হওয়ার মতো অবস্থা নেই।’