২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইতালির একটি পার্ক থেকে বাংলাদেশি যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

ইতালির পেরুজা জেলার স্পলেতো এলাকায় একটি শিশুপার্ক থেকে ২১ বছর বয়সী মোহাম্মদ সাগর বালা নামে এক বাংলাদেশি যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয়দের কাছে নিহত যুবক ‘অভি’ নামে পরিচিত।

রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দূতাবাসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়া প্রিমো মাজ্জো সড়কের পাশে রেললাইনের কাছে পার্ক থেকে কালো ব্যাগে ভরা লাশের কিছু অংশ উদ্ধার করা হয়।

নিহত অভি দুই বছর ধরে একটি আশ্রয়কেন্দ্রে থাকতেন এবং স্থানীয় একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। লাশের পাশ থেকে তার ব্যবহৃত একটি বৈদ্যুতিক সাইকেলও পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে তার দেহ টুকরো করে পার্কে ফেলে দেওয়া হয়। নিহতের হাত-পাসহ কিছু অঙ্গ এখনো নিখোঁজ থাকায় স্থানীয় প্রশাসন ময়লার বাক্স ও ডাস্টবিন খুঁজে দেখছে।

আসিফ আনাম সিদ্দিকী জানান, দূতাবাস ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় ক্যারাবিয়ান পুলিশ। তারা ইতোমধ্যে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ভুক্তভোগীর বন্ধু ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এদিকে সংবাদটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা আতঙ্কিত ও শোকগ্রস্ত। বিশেষ করে দেহ টুকরো করার ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।