আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমপক্ষে ১৫০ আসনে জয় পাবে বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।
জামায়াত-বিএনপিকে ভণ্ডামি না করার পরামর্শ দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। সবগুলো আসনে জয়ের জন্য আমরা চেষ্টা করব। কিন্তু ইট কামস টু দ্য প্র্যাক্টিক্যাল, আমরা বলেছিলাম যে আমাদের ১৫০টা আসন উইন করার এবং একদম কনফার্ম, এরকম জিতার মতো সিচুয়েশনে আছে। কিন্তু ৩০০ আসনে জয়ের জন্যই লড়ব ইনশাআল্লাহ।
বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবে– এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি অনেকগুলো ডাটা সার্ভে করেছে। জামায়াত অনেকগুলো করেছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম, বিএনপির পঞ্চাশ, একশ আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন, তলানিতে যাচ্ছে।
অন্য রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপির আন্ডারে আরও অনেকগুলো দল আসছে। আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। অনেকগুলো দল, অনেকগুলো মত, অনেকগুলো ব্যানার এনসিপির ব্যানারে চলে আসবে।
এক বা একাধিক রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হলেও দলের নাম এনসিপিই থাকবে, এনসিপির প্রতীকই থাকবে বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।