২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

চট্টগ্রাম বন্দর তো দূরের কথা এক ইঞ্চি মাটি বে-দখল হতে দেব না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

চট্টগ্রাম বন্দর তো দূরের কথা এক ইঞ্চি মাটি বে-দখল হতে দেব না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

সম্প্রতি চট্টগ্রাম বন্দর দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতীয় রাজনীতিক প্রদ্যোত বিক্রম দেববর্মা। তার এই হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর তো দূরের কথা, আমরা এই দেশের এক ইঞ্চি মাটি বে-দখল হতে দেব না।

শনিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আমীরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এ প্রতিবাদ জানান।

মাওলানা মিয়াজী বলেন, বাংলাদেশের বাণিজ্যের ফুসফুস চট্টগ্রামকে উত্তর-পূর্ব ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বলে অভিহিত করেন ভারতীয় নেতা। বাংলাদেশের অভ্যন্তরীণ ও সার্বভৌমত্ব নিয়ে শিষ্টাচার বহির্ভূত অপ্রীতিকর মন্তব্য হাস্যকর।

তিনি বলেন, টিপা মোরা পার্টির প্রধান বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বলে অভিহিত করেছে। বাংলাদেশের তিন পার্বত্য জেলাকে দখল করে বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড কায়েম করতে চায় প্রদ্যোত বিক্রম দেববর্মা। ভারতের অনুগত সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আবোল তাবোল বলছে ভারতীয় নেতারা।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক জনতা দাদা বাবুদের অলিক স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না। দেশ ও ইসলাম রক্ষায় সর্বদা সজাগ থাকতে হবে।