সুইডেনে ইসলাম অবমাননার বিষয়টি বেশ পুরনো। সেখানে প্রায়শই ঘটে ইসলামোফোবিয়ার ঘটনা। এবার সুইডেনের স্টকহোম শহরের স্টকহোম মসজিদের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় গুলির ছয়টি ছিদ্রযুক্ত একটি পবিত্র কুরআন পাওয়া গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) দ্য সিয়াসত ডেইলির প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
এই ঘটনাকে প্রকাশ্য ইসলামবিদ্বেষী হামলা হিসেবে উল্লেখ করে স্টকহোম মসজিদের চেয়ারম্যান মাহমুদ আল হালেফি তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, স্পষ্টভাবে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হয়েছে।
হালেফি জানান, “মসজিদের দিকে ওঠার সিঁড়ির পাশের রেলিংয়ে একটি কোরআন শরিফ শিকল দিয়ে বাঁধা ছিল, তাতে গুলির ছয়টি ছিদ্র ছিল। কুরআনের ওপর আরবি ও সুইডিশ ভাষায় কিছু বার্তাও লেখা ছিল, যেখানে বলা হয়েছে, “ভ্রমণের জন্য ধন্যবাদ, কিন্তু এখন বাড়ি ফেরার সময়।”
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। ২০২৩ সালে ৩৮ বছর বয়সী ইরাকি খ্রিস্টান অভিবাসী সালওয়ান মোমিকা একাধিকবার পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা ঘটান। তিনি সুইডেনের সংসদ ভবন, স্টকহোম মসজিদ এবং ইরাকি দূতাবাসসহ গুরুত্বপূর্ণ স্থানের বাইরে এসব কাজ করেন। তার এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ। পরে ২০২৪ সালে একটি লাইভ স্ট্রিম চলাকালে গুলিবিদ্ধ হয়ে মোমিকা নিহত হন।