বিএনপি শত বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা না নিলে জনগণ বিএনপিকেও রেহাই দেবে না।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জিয়া ও খালেদা জিয়া জনগণের মন বুঝেছিলেন বলেই বিএনপি আজ বড় দল। কিন্তু বর্তমান নেতারা যদি জনগণের স্পন্দন না বোঝেন, তবে দলটি হারিয়ে যাবে। তিনি বিএনপির প্রতি আহ্বান জানান—‘জনতার রাজনীতিতে ফিরে আসুন।’
জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আট দলের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এনসিপি নেতা বলেন, পাঁচ দফা দাবিতে আমরা তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। তাদের ওপর কোনো হামলা হলে এনসিপি চুপ থাকবে না।
আওয়ামী লীগকে রুখতে হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট মন্তব্য করে তিনি বলেন, সরকারের উপদেষ্টারা এখন জনগণের সঙ্গে সংযোগ হারিয়েছেন। দাবি জানাতে রাস্তায় নামলেই হামলা করা হচ্ছে, কথা বললেই উপদেষ্টারা নাখোশ হচ্ছেন। এতে লাভ নেই, জনগণের কথা শুনতে হবে।
আগুন সন্ত্রাসে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী শাসনব্যবস্থা বিরোধী নেতাদের ওপর দমননীতি চালাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এখন সব দলের এক হওয়ার সময় এসেছে।