১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

সুখবর দিলেন আইন উপদেষ্টা, কাজী হতে পারবেন কওমী মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা

সুখবর দিলেন আইন উপদেষ্টা, কাজী হতে পারবেন কওমী মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা

দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে কওমী মাদরাসার সনদের কার্যকারিতা নিয়ে। অবশেষে কিছু ক্ষেত্রে কওমি মাদরাসা সনদের স্বীকৃতি কার্যকারিতার উদ্যোগ নিয়েছে সরকার।

এই প্রসঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন,  এখন থেকে কওমী মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন।

রোববার (৭ ডিসেম্বর) আইন উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা জানান।

তিনি আরও জানান, আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।

ড. আসিফ নজরুল জানান, আজ থেকে কওমী মাদরাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।