কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাতের আঁধারে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধা ও টহল জোরদারের মুখে বিএসএফ তাদের নির্মাণ সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর কাছাকাছি এলাকায় ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা অংশে প্রায় এক কিলোমিটার জুড়ে এই সড়ক নির্মাণের তোড়জোড় শুরু হয়। সীমান্ত থেকে কোথাও মাত্র ৫০-৭০ গজ দূরত্বের মধ্যে এই পাকা সড়ক নির্মাণ কাজ বিএসএফের সরাসরি পাহারায় চলছিল। বিষয়টি নজরে আসতেই বিজিবি তাৎক্ষণিক বাধা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের নেতৃত্ব দেন। বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানোর পর বিএসএফ রাস্তা তৈরির মালামাল সরিয়ে নিতে শুরু করেছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় জানান, সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ে উচ্চতর বৈঠকের সম্ভাবনা রয়েছে।