১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লোহিত সাগরে নৌকাডুবি, দুই বাংলাদেশিকে উদ্ধার করলো সৌদি বর্ডার গার্ড

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের লোহিত সাগরে এক ভয়াবহ বিপদের মুখ থেকে দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার গার্ড।

গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকায় এই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান চালানো হয়।

দেশটির বার্তা সংস্থা সৌদি গ্যাজেটের প্রতিবেদনে এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, মাঝ সমুদ্রে হঠাৎ দুই বাংলাদেশিকে বহনকারী নৌকাটি যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে যায় এবং তারা সাগরে আটকা পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বর্ডার গার্ডের সেনারা। তারা ওই দুই প্রবাসীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা প্রদান করেন।

ঘটনার পর সৌদির বর্ডার গার্ডের পরিচালক সবাইকে সমুদ্রের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি পরামর্শ দিয়েছেন, সমুদ্রে নামার আগে প্রতিটি জাহাজ বা নৌকা চলাচলের উপযোগী কি না তা অবশ্যই যাচাই করতে হবে। এছাড়া সমুদ্রে কোনো ধরণের বিপদে পড়লে তাৎক্ষণিকভাবে নির্ধারিত জরুরি নাম্বারে যোগাযোগ করার অনুরোধও জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ।