যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় সাসেক্সে একটি মসজিদে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শনিবার রাত ১০টার দিকে পিসহ্যাভেন শহরের মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভাগ্যক্রমে মসজিদের ভেতরে থাকা দু’জন ব্যক্তি অক্ষত অবস্থায় নিরাপদে বেরিয়ে আসেন।
স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনা মুসলিম বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছে এবং তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের ফলে মসজিদের প্রধান প্রবেশদ্বার ও বাইরে পার্ক করা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্রাইটন অ্যান্ড হোভ মুসলিম ফোরামের চেয়ারম্যান তারিক জং বলেন, মসজিদে থাকা সবাই নিরাপদে বেরিয়েছে এবং তারা সৌভাগ্যক্রমে আগুনে পুড়ে মারা যাওয়া থেকে রক্ষা পেয়েছেন। তিনি এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপকে নিন্দা জানান।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ম্যানচেস্টারে একটি সিনাগগে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ঘটে। ইসরায়েল-হামাস সংঘর্ষের পর ব্রিটেনে মুসলিম-বিদ্বেষ এবং ইহুদি-বিদ্বেষ উভয়ই বৃদ্ধি পেয়েছে। টেল মোমা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালে ব্রিটেনে ৬ হাজারেরও বেশি মুসলিম-বিদ্বেষমূলক ঘটনা নথিভুক্ত হয়েছে, যা গত ১২ বছরে সর্বোচ্চ।
সাসেক্স পুলিশ মসজিদে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে এবং মুসলিম সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছে।