১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে চলন্ত বাসে আগুনে পুড়ে প্রাণ গেল ২০ জনের

ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমের-জোধপুর মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জয়সলমের থেকে জোধপুরগামী একটি বেসরকারি বাসে আগুন ধরে যায়। বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থল ছিল জয়সলমের জেলার থিওডো গ্রাম সংলগ্ন মহাসড়ক।

এনডিটিভির খবরে জানা যায়, বাসের পেছনের দিক থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাসজুড়ে ছড়িয়ে পড়ে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, অনেক যাত্রী বের হওয়ার সুযোগ পাননি।

পথচারীরা তৎক্ষণাৎ উদ্ধারকাজে এগিয়ে আসেন, তবে আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। ফায়ার সার্ভিস ও পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আহতদের স্থানীয় জওহর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, মৃতদের শনাক্তের চেষ্টা চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত গভীর শোক প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক বিবৃতিতে বলেন, জয়সলমেরের বাস দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। নিহতদের পরিবারকে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে।

তিনি আরও জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি