মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী অভিযোগ করেন, জনগণের টাকায় যারা বিদেশে বাড়ি করেছে, তারা এই নগরী গড়ে তুলেননি। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে এবং পরিকল্পিত নগরী গড়ে তোলা হবে।
রিজভী আরও জানান, বাসাবাড়ি এলাকায় রাসায়নিক কারখানা স্থাপনের সমালোচনা করছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অনেক উন্নয়নের মডেল অনুসরণ করতে পারতো, তবে নির্বাচিত সরকার এ বিষয়ে আরও কার্যকর হতো। বিএনপি ক্ষমতায় এলে হেলথ কার্ডের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। তিনি সরকারের কার্যকারিতা নিয়ে অভিযোগও করেন, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে মন্ত্রণালয়গুলো যথাযথভাবে কাজ করছে না।
এই সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে।
এর পাশাপাশি, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মনন রেজা নীরকে আর্থিক সহায়তা প্রদান করেন। চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়ার জন্য এই সহায়তা দেওয়া হয়।
আমিনুল হক বলেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ রয়েছে। বিএনপি সবসময় এই প্রতিভাদের পাশে রয়েছে, তাদের পড়াশোনা ও খেলাধুলার উন্নয়নে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, বরং প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।