দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলো আধুনিক করতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি স্বাক্ষর করল ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়। এতে দেশের বাণিজ্য অবকাঠামো উন্নয়নে বড় অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে।
সোমবার (৭ ডিসেম্বর) আফগান গণমাধ্যম আরিয়ানা নিউজে প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনীতি বিষয়ক দফতরের প্রধান আব্দুল্লাহ আজ্জাম গণমাধ্যমকে বলেন, এই চুক্তির মাধ্যমে বিদেশি বিনিয়োগ ও নতুন প্রকল্পের সুযোগ খুলে যাবে।
তিনি জানান, এই চুক্তির আওতায় আফগানিস্তানের বন্দরগুলোকে আধুনিক প্রযুক্তি দিয়ে উন্নত করা হবে।
চুক্তিতে পণ্য বন্দর ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কথা উল্লেখ আছে। প্রথম ধাপে হেয়ারাতন বন্দর উন্নয়ন করা হবে, এরপর দ্বিতীয় ধাপে তোর্খাম বন্দর। পরে লজিস্টিক করিডর, অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন জাতীয় প্রকল্পেও উন্নয়ন করা হবে—জানান আব্দুল্লাহ আজ্জাম।
ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা বলেন, এসব বন্দর আধুনিক হলে বাণিজ্য বাড়বে এবং নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।
তারা আরও বলেন, আফগানিস্তান মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থল; এই অবস্থানকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি উন্নয়নে তারা কাজ চালিয়ে যাবে।
অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করেন, এই বিনিয়োগের ফলে বাণিজ্যের গতি বাড়বে, খরচ কমবে এবং ট্রানজিট ক্ষমতা বাড়বে। বন্দর আধুনিক হলে আরও বিদেশি বিনিয়োগ আসবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে।
সূত্র : আরিয়ানা নিউজ