১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ডা. জাকির নায়েক

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক।

জানা গেছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন তিনি।

এ বিষয়ে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ডা. জাকির নায়েক। তাঁর নিজেরই একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন।

প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠানটি করার চিন্তাভাবনা চলছে।

তিনি আরও জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আগামী ২০ অক্টোবরের পরে বিস্তারিত জানানো হবে।