রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এখন সময় খুনোখুনি বন্ধ করার, সবাইকে চুক্তিতে পৌঁছাতে হবে।
শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এ কথা জানান ট্রাম্প। খবর—এএফপি।
ট্রাম্প জানান, জেলেনস্কির সঙ্গে তার বৈঠক ছিল “খুবই আন্তরিক ও ফলপ্রসূ”। তিনি বলেন, আমি তাকে যেমন বলেছি, তেমনি প্রেসিডেন্ট পুতিনকেও বলেছি— এখন খুনোখুনি বন্ধের সময়। উভয় পক্ষেরই বিজয় দাবি করা উচিত এবং রক্তপাতের ইতি টানতে হবে।
এএফপির তথ্যানুসারে, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগের দিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেন ট্রাম্প। সেই আলোচনায় দুজন নেতা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মুখোমুখি বৈঠক করতে সম্মত হয়েছেন। তবে বৈঠকের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি।
সূত্র: এএফপি, বিবিসি