১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ (৭৫)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ২টার দিকে ভালুকা মডেল থানার ভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ উপজেলার বাশিল গ্রামের বাসিন্দা। তিনি ২০১৩ সালে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতাদের একজন ছিলেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আবুল কালাম আজাদ গণজাগরণ মঞ্চের নেতা হওয়ার পাশাপাশি আওয়ামী লীগেরও কর্মী। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তিনি কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তা জানাননি।

পুলিশ জানায়, আবুল কালাম দুপুরে নিজের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের জন্য থানায় গেলে খবর পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা থানায় গিয়ে তার গ্রেপ্তারের দাবি জানায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বলেন, আমাদের নেতারা নির্দোষ ছিলেন। তাদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। তাই ওই দোসরকে গ্রেপ্তার করেছে পুলিশ।