চট্টগ্রামে আবস্থিত্ দেশের প্রখ্যাত ও ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার নতুন শায়খুল হাদীস ও প্রধান মুফতী হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ মুফতী শামসুদ্দিন জিয়া।
এর আগে এই পদে দায়িত্ব পালন করছিলেন মুফতী হাফেজ আহমদ উল্লাহ (রহ.)। তাঁর ইন্তেকালের ফলে পদটি শূন্য হয়ে যায়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে মুফতী আহমদ উল্লাহ (রহ.)-এর জানাজার পূর্ব মুহূর্তে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দেন পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসেন আনোয়ারী।
মুফতী শামসুদ্দিন জিয়া জামিয়া ইসলামিয়া পটিয়ায় দীর্ঘদিন ধরে শিক্ষা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার জ্ঞানের গভীরতা, শিক্ষার প্রতি নিষ্ঠা ও প্রশাসনিক দক্ষতার কারণে তিনি শিক্ষক, ছাত্র ও আলেম সমাজের মাঝে ব্যাপক শ্রদ্ধার পাত্র।
পদোন্নতির মাধ্যমে তাঁকে শায়খুল হাদীস ও প্রধান মুফতী নিযুক্ত করায় মাদরাসা অঙ্গনে প্রশংসা ও আনন্দের সঞ্চার হয়েছে।