যখন সারাদেশে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জোরদার হচ্ছে, ঠিক সেই মুহুর্তে দলের চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও বিএনপিকে উপদেশ দেওয়া শুরু করেছেন।
তিনি দাবি করেন, এ দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না, বরং তারা বিএনপি এবং আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ যদি জাতীয় নির্বাচনে না আসে তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনে করেন, আওয়ামী লীগসহ সব দল ভোটে অংশ নিলে নির্বাচন বেশি গ্রহণযোগ্য হবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জি এম কাদের বলেন, আওয়ামী লীগের ভোটাররাও দেশের নাগরিক। তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়নি। তারা চাইলে জাতীয় পার্টিকে ভোট দিতেই পারেন।
আবার বিএনপি যদি সুবিধা ও নিশ্চয়তা দিতে পারে, তবে তাদের দিকেও ভোট যেতে পারে। তবে জামায়াতকে ভোট দেওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করেন তিনি।
তার দাবি, বহুদলীয় অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনকে জনগণ ভালোভাবে নেবে না।
সবাইকে নিয়ে ভোট আয়োজন না করলে তা দেশের জন্য শুভ হবে না। তিনি আরও অভিযোগ করেন, বিএনপিকে চাপে ফেলে জামায়াতকে সামনে আনার চেষ্টা চলছে, যা দেশের জন্য ক্ষতিকর।
জি এম কাদের বলেন, আগামী ভোট অন্তর্বর্তী নয়, নতুন সরকারের অধীনেই হওয়া উচিত। পাশাপাশি তিনি দাবি করেন, সাম্প্রতিক ভাঙনের পরও জাতীয় পার্টি আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।