১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে বলেছেন, দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে রাজনীতি করার আহ্বান জানাতে পারেন নেতাকর্মীরা। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় তিনি এই মন্তব্য করেন।

হাসনাত বলেন, চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে উদাহরণ রেখে তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলীয় কোন্দলে জড়িত থেকে গুলি খেতে বাধ্য হতে চাইলে নয়, বরং শান্তিপূর্ণ পথেই রাজনীতি করতে হবে—এরই মাধ্যম হিসেবে এনসিপিকে তুলে ধরেন। তিনি আসন্ন নির্বাচনকে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে ভোট হিসেবে আখ্যা দিয়েছেন এবং অভিযোগ করেছেন যে চট্টগ্রামে বর্তমান পরিস্থিতিতে ব্যালটের চেয়ে বুলেটকে বেশি ক্ষমতা দেয়া হচ্ছে; এ ধরনের পরিস্থিতির দায়গ্রহণকারী চিহ্নিত করে তাদের বিচার হবে বলে বলেন তিনি।

হাসনাত বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত নেতাদের এনসিপিতে স্বাগত জানান; দাবি করেন এনসিপি জোট বা সিট পুনর্বণ্টনের রাজনীতি না করে রাষ্ট্র পুনর্গঠনে বিশ্বাসী। তিনি সরকারের দুই উপদেষ্টার কার্যক্রম নিয়েও তীব্র kritika করেন—বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করে বলেন, স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্তে ব্যর্থতা ও অসংগতি দেখা যায়। খুলনায় জুলাই যোদ্ধার চোখ হারানোর ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্বেরও কথা উত্থাপন করেন। মুক্তিযোদ্ধাদের পাওনা দ্রুত পরিশোধ না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে—এমন হুঁশিয়ারিও দেন তিনি।

চট্টগ্রাম নেতাদের উদ্দেশে হাসনাত কঠোর ভাষায় বলেন, দলীয় কার্যক্রমে গতিশীলতা আনতে কোরাম ভিত্তিক সীমাবদ্ধতা ত্যাগ করতে হবে, ব্যক্তিনিষ্ঠ রাজনীতি (মাইম্যান পলিটিক্স) বন্ধ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।