১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকায় আরও এক বাসে আগুন

রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে বাসটির নাম বা কোন রুটের তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাই। আমাদের দুটি ইউনিট সেখানে কাজ করছে।

তিনি আরও জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।