১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেঙ্গু কেড়ে নিল আরও ১০ প্রাণ

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৯ জন রোগী।

মঙ্গলবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, তিনজন ঢাকা উত্তর সিটিতে এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে দুইজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৯৯২ জন রোগী। এ সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে।

অন্যদিকে, ২০২৪ সালের পুরো বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন, এবং সেই বছরে মোট মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।