১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি বলেন, গণভোটের প্রয়োজন ছিল না। তারপরও আমরা রাজি হয়েছি। এখন তারা গণভোট আগে চায়। অথচ এখন পর্যন্ত নির্বাচনে যত বাধা এসেছে, সব তাদের পক্ষ থেকেই এসেছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধীরা এখন ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। তিনি বলেন, তারা ১৯৭১ সালকে আড়াল করে ২৪ জুলাইয়ের আন্দোলনকে বড় করে দেখাতে চায়। অথচ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিএনপি ১৫ বছর সংগ্রাম করেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়াকে ছয় বছর কারাবন্দি রাখা হয়েছে। শত শত নেতা-কর্মীর নামে মামলা, গুম ও হত্যার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের বিরোধী নয়। আমরা শুরু থেকেই বলেছি, তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কারণ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হলেই অপশক্তির উত্থান ঠেকানো যাবে।

গণভোট বিষয়ে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তখনই গণভোটও হওয়া উচিত। দুটো বিষয় একসঙ্গে করলেই খরচ কমবে। আলাদা করে গণভোট করা অযৌক্তিক।

তিনি আরও বলেন, ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন। আমরা ভারত সরকারকে আহ্বান জানাই— তাকে দেশে ফিরিয়ে দিন, যাতে তিনি বিচারের মুখোমুখি হতে পারেন।

সভায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন।