১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চলন্ত বাসে ছিনতাই, বাস চালিয়ে ছিনতাইকারীকে নিয়ে থানায় চালক

চট্টগ্রামের কাস্টম মোড়ে সিটি সার্ভিস বাসে মুঠোফোন ছিনতাই করার সময় ধরা পড়ে এক যাত্রী ভেসে ওঠা ছিনতাইকারী। ধাওয়া করতে গিয়ে চালকের সহকারীকে ছুরিকাঘাত করা হয়। তবে চালক বাস চালিয়ে ছিনতাইকারীকে থানায় পৌঁছে দেন।

ঘটনা ঘটে রোববার (২৭ অক্টোবর) রাত ১২টার দিকে। গ্রেপ্তার করা হয়েছে আকবর হোসেন (২৪)-কে। তার তিন সহযোগী বাসের জানালা দিয়ে পালিয়ে যান। সোমবার (২৭ অক্টোবর) বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাসযাত্রী আরিফ হোসেন জানান, তিনি বাসে বসে ইউটিউব দেখছিলেন। পাশের যাত্রী ভেসে ওঠা ছিনতাইকারী তার ফোন নিয়ে যায়। বাধা দিলে ছিনতাইকারী ছুরি বের করে চালকের সহকারীকে আঘাত করে। এরপরও চালক বাস থামিয়ে থানায় পৌঁছে দেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, বাকি তিন পলাতক ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।