চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে একটি মাদরাসাও রয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের চারটি ইউনিট (প্রতিটি থেকে দুটি করে) ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোকাররম হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করছে। নির্বাপণ শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সৈয়দ শাহ রোডের মুখে থাকা একটি ট্রান্সফরমার ও তারের জঞ্জাল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ভবনের দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, মাদরাসাসহ ভবনটির একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।